নেত্রকোনাঃআজ ১৭ই মার্চ সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু'র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন),জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
নানান আয়োজনের মাধ্যমে জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি বিভিন্ন অফিস আদালতে বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে।
প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ