ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পদক পদ্মশ্রী। হবিগঞ্জ জেলার বাহুবলের ১২৬ বছর বয়সী শিবানন্দ পেলেন এই পুরষ্কার। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রবীণতম ব্যক্তি  শিবানন্দ হচ্ছেন বিশ্বের প্রবীণতম এবং সম্পূর্ণ সুস্থ ব্যাক্তি।


জানা যায়, নেতাজী সুভাষ চন্দ্র বসুর পাঁচ মাসের বড় ১২৬ বছর বয়স্ক সুস্থ ব্যক্তি শিবানন্দ। এবারের ভারতের প্রজাতন্ত্র দিবসের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিলেন তার মধ্যে শিবানন্দের নামও ছিলো। ভারতের রাষ্ট্রপতি ভবনে আজ সোমবার (২১ মার্চ) শিবানন্দের হাতে পদ্মশ্রী তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাম কোভিন্দ। 


শিবানন্দ বারানশীর কবিরনগোর এলাকায় বাস করেন। তবে তাঁর পৈতৃক ভিটা হবিগঞ্জের বাহুবলেও রুটিন করেই আসা যাওয়া করেন বলে জানা গেছে।  


আরো জানা যায়, ১৮৯৬ সালের ৮ আগষ্ট তৎকালীন ভারতবর্ষের আসাম প্রদেশের সিলেট জেলার হবিগঞ্জ মহকুমায় বাহুবল থানায় হরিতলা গ্রামে শিবানন্দ জন্ম গ্রহন করেন। শিবানন্দ পৃথিবীর জাকজমক জীবন থেকে দূরে নির্জনে  আরাধনায় মগ্ন থাকেন। যোগব্যায়াম সম্পর্কে তাঁর রয়েছে অগাধ জ্ঞান।


শিবানন্দ সুস্থ থাকার রহস্যটি রয়েছে দৈনন্দিন জীবনযাপনে। প্রতিদিন ভোর তিনটেয় শয্যা ত্যাগ করেন। এক ঘন্টা যোগব্যায়াম করেন। খুব স্বল্প পরিমাণে লবণ দেওয়া সেদ্ধ খাবার খান।  ফল বা দুধ খান না। বিশুদ্ধ ও নিরামিষ খাবার খাওয়ার জন্যই  সম্পূর্ণ রূপে সুস্থ তিনি।


হবিগঞ্জ প্রতিনিধি 

জয় দেবনাথ,বাংলাদেশ দর্পণ