বিএনপি জামায়াত ঘোষিত হরতাল-অবরোধে রাজধানীতে ৬৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। অগ্নিসংযোগের সময় পুলিশ ১২ জনকে আটক করেছে। তাদের কেউ কেউ গাড়িতে উঠে বা নিচ থেকে আগুন ধরিয়ে দেয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার বি. মাহিদ উদ্দিন এ তথ্য জানান।
বি.মাহিদ উদ্দিন জানান, যে দলটি কর্মসূচি ঘোষণা করেছে তারা সংগঠনের সঙ্গে জড়িত। রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতামূলক কর্মকাণ্ড না করার আহ্বান জানান তিনি।
বি. মাহিদ উদ্দিন আরও বলেন, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর হরতাল ও তিন দফা অবরোধে সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ফলে গত ২৯ অক্টোবর সাড়ে ১৫টার দিকে নাঈম (২২ বছর) নামে এক যুবকের মৃত্যু হয়। রবিউল ইসলাম (২৫ বছর) নামে আরেক যুবককে জীবন্ত দগ্ধ করা হয়েছে। দুজনেই অসীম পরিবহন কোম্পানির সহকারী চালক ছিলেন।
ডিএমপির উপকমিশনার বলেন, শান্তি কর্মসূচিতে পুলিশের কোনো আপত্তি নেই এবং রাজনৈতিক কর্মসূচির নামে গাড়ি পোড়ানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।