মাগুরার শালিখার উপজেলা সদর আড়পাড়া বাজারের পোস্ট অফিস সড়কের সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। 


সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়।যানবহন পথচারীদের চলাচলে হয় বড় দুর্ভোগ। আড়পাড়া মডেল সরকারি প্রাইমারি স্কুলের উত্তর গেটটি এই সড়কেই। ফলে কোমলমতি  শিশুরা পড়ে সবচেয়ে বেশি বিপদে।

মাত্র ৪০০/৫০০ মিটার

সড়কের পূর্ব পাশের শুরুতেই একটি ড্রেন নদীতে নেমেছে।

মাঝে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমর দের বাড়ির সামনে থেকে বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে অপর ড্রোনটি নদীতে নেমেছে।

সড়কের পশ্চিম পাশ দিয়ে বয়েগেছে কানুদার খাল।অপরদিকে মাঝের ড্রেনের সংযোগ থেকে পশ্চিম দিকে  একটি সংযোগ ড্রেন কানুদার খালে নেমেছে।

এত ড্রেনের মহাযজ্ঞ থাকা সত্ত্বেও তাহলে কেন এখানে জলাবদ্ধতা কর্তৃপক্ষের কাছে এমন প্রশ্ন জনতার।


সুবির কুমার 

শালিখা মাগুরা প্রতিনিধি , বাংলাদেশ দর্পণ