শালিখা প্রতিনিধিঃ শালিখা উপজেলার ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়নের সানি আড়পাড়া গ্রামের ব্যক্তিবর্গ নদীতে আড়বাধ ও চায়না জালদিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সরকারি আইন উপেক্ষা করে দেশি প্রজাতির মাছ নিধন চালিয়ে যাচ্ছে।
এলাকার সাধারণ জনগণকে মাছ ধরার সুযোগ দেয়া হচ্ছে না।গত রবিবার এ ব্যপারে এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
উল্লেখ অভিযোগ করা হয় প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থার মাধ্যমে মাছ নিধন বন্ধ করা না হলে যে কোন সময় এলাকায় খুন জখম সহ বড় আকারে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।অনুলিপি দিয়েছেন উপজেলা মৎস্য অফিসার, মাগুরা জেলা মৎস্য অফিসার ও শালিখা থানার অফিসার ইনচার্জকে।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং উপজেলা মৎস্য অফিসার ও শালিখা থানার পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুবির কুমার
শালিখা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ