বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া গ্রামের প্রায় দেড়শো পরিবার বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করে জীবন-জীবিকা নির্বাহ করছে। ফদিরপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর সংলগ্ন ঝুঁড়ির গ্রাম মল্লিকপাড়া নামে পরিচিত।
এখানের বসবাসরত বাসিন্দারা ছোটখাটো ক্ষেত খামারের সাথে জড়িত থাকলেও সারা বছর বেশির ভাগ সময় ঝুড়ি তৈরি নিয়ে ব্যস্ত থাকেন তারা। তাদের রোজগারের প্রধান পেশা ঝুড়ি বুনানো। সরেজমিনে জানা যায়, ফরিদপুর—রাজবাড়ী মহাসড়কের ধুলদি বাসস্ট্যান্ড থেকে বাইপাস সড়কের প্রায় চার কিলোমিটার পরে ঈশান গোপালপুর ইউনিয়নের ৯টি গ্রাম নিয়ে ৬ নম্বর ওয়ার্ড গঠিত। ওই ওয়ার্ডের চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া গ্রামের বাসিন্দারাই শুধু ঝুড়ি বুনানোর কাজ করেন। ঈশান গোপালপুর বাজার পার হয়ে আজিজ মাস্টারের বাড়ি হতে বটতলা রমজানের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় পূর্ব মল্লিকপাড়া গ্রামে প্রায় দুইশো পরিবারের বসবাস। তাদের মধ্যে ঝুড়ি বানানোর কাজ করেন দেড়শো পরিবার। যুগের পর যুগ ধরে তারা ঝুড়ি তৈরির কাজ করে সংসার চালান।এসব বাড়িতে বউ হয়ে আসা নারীরাও শিখে নিয়েছেন ঝুঁড়ি বুনানোর কাজ। বাবার বাড়িতে ঝুড়ি তৈরির কাজ না থাকলেও গ্রামের পরিবেশের সাথে তাল মিলিয়ে ঝুঁড়ি তৈরির কাজ করছেন তারা। এদিকে আবার গ্রামের রাস্তায় বিক্রির জন্য ভ্যানে করে তল্লা বাঁশ নিয়ে এসেছেন বাঁশ ব্যবসায়ীরা। বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে ঝুড়ি কিনতে দেখা গেছে ব্যবসায়ীদের। সপ্তাহের সোমবার ও শুক্রবার মাদারীপুরের টেকেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে মল্লিকপাড়া গ্রামে ঝুড়ি কিনতে আসেন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দা বাবর আলী মল্লিক বলেন, বাপ—দাদার আমল থেকেই তিনি তাঁর বাবার কাছ থেকে এই ঝুড়ি তৈরির কাজ শিখেছিলেন।
মুকুল বসু
বোয়ালমারী