শালিখা প্রতিনিধি: আজকের এই রায়ের মাধ্যমে একটি বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে এই আইন ব্যবস্থা ফ্যাসিস্ট সরকারের অধীনস্থ ছিল।
আমি একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই শাসনের দাপটে ভয় দেখিয়ে সত্যকে গোপন করা গেলেও তার অস্তিত্বকে বিলুপ্ত করা যায় না। তারই প্রমাণ আজ হয়েছে। বিচার ব্যবস্থাকে স্বাগত জানিয়ে, তিনি বলেন আগামী দিনেও বিচার ব্যবস্থা আরো স্বচ্ছতার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য আসামিকে খালাস প্রদান এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ হওয়ায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এক আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন। এ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলটি আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল গেটের পাশ্ব থেকে শুরু বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক স্ব স্থানে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব শিকদার, যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমানসহ,সদস্য সচিব গোলাম কিবরিয়া,শ্রমিকদল সিনিয়ার যুগ্ন সম্পাদক মোঃ জামাল হোসেন।
কৃষক দলের সদস্য সচিব তুহিন মুন্সি।জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারদিন হাসান সুমন।যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সুবির কুমার
শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ