নেত্রকোনাঃসুদীর্ঘ ১৭ বছর যাবৎ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দি ছিলেন। তার মুক্তি না হওয়া পর্যন্ত কোন দিন জুতো পায়ে দিবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন জেলার খালিয়াজুরী উপজেলাধীন ০৪নং নগর ইউনিয়নের বাসিন্দা রবীন্দ্র পাল মন্ত(৭০)।
বর্তমানে লুৎফজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন।তবে শারিরীক অসুস্থতাজনিত কারণে এখনো নিজ নির্বাচনি এলাকায় আসতে পারেন নি তিনি।
এদিকে বয়সের ভারে নুয়ে পড়া দেহ নিয়ে ঢাকায় যেতে পারেন নি আজো রবীন্দ্র।
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রিয় নেতার সাথে দেখা করার জন্য।
রবীন্দ্র পালের এই মহৎ ত্যাগ স্বীকারে আবেগাপ্লুত নেত্রকোনার জাতীয়তাবাদী পরিবার। যে কোন রকম প্রয়োজনে তাকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
নয়ন বর্মন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশদর্পণ.কম