শালিখা (মাগুরা) প্রতিনিধিমাগুরার শালিখা  উপজেলার তালখড়ি ইউনিয়নের চিলেডাঙা গ্রামের বাসিন্দা : ছালাম জোয়ার্দার (৩৮)কৃষকের ছদ্মবেশ ধারণ করে। 

 

শালিখা থানা পুলিশ‌  : ছালাম জোয়ার্দারকেগত( ২৩--২৫) ইং বুধবার সন্ধ্যায় শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নেতৃত্বে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহ আলম, এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল। কৃষক ছদ্মবেশে নাঘোষা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

 

শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামি ছালাম জোয়ার্দার গরুচোর চক্রের একজন সক্রিয় সদস্য মূল হোতা। আমরা একটি অভিযান পরিচালনা করে তাকে তালখড়ি এলাকা থেকে আটক করেছে। এবং চোর চক্রের বাকি সদস্যদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ