শালিখা প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলা নির্বাচন অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা ঘটেছে। ২৭ জানুয়ারি রাতে উপজেলা নির্বাচন ভবনের পাশে পানির পাম্পের বিল্ডিং এর সাদে দাড়িয়ে নির্বাচন অফিসের দ্বিতীয় তলার গ্রীল কেটে ও রুমের দরজার তালা ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী বলেন, গতকাল অফিস শেষ করে বাসায় চলে যাই। পরের দিন সকালে অফিসের পরিছন্নতা কর্মী মনিরুল ইসলাম ও মুক্তি সাড়ে আটটায় অফিসে প্রবেশ করে। এবং তারা দেখতে পায় অফিসের রুমে তালা ভাঙ্গা। দেখে আমাকে ফোনের মাধ্যমে জানায়। আমি অফিসে এসে ঘটনার সত্যতা দেখতে পাই।বিষয়টি শালিখা থানা অফিসার ইনচার্জকে অবহিত করি। তারপর একটি পুলিশের দল অফিস পরিদর্শন করে।
তিনি ধারণা করছেন কোন টাকার লোভে অফিসে গ্রিল কেটে, ড্রয়ারগুলো ভেঙে থাকতে পারে।
তবে অফিসের কোন কাগজ পত্র, এমনকি ল্যাপটপ বা অন্যান্য কোন জিনিস চুরি হয় নাই।
তিনি আরো বলেন সকাল থেকে বিদ্যুৎ না থাকায় আমরা সিসিটিভি ফুটেজে কোন কিছুই দেখতে পাই নাই। এ বিষয়ে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শালিখা থানা অফিসার্স ইনচার্জ ওলি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাটি জানার পর পুলিশের একটি দল উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
সুবির কুমার
শালিখা মাগুরা।