শালিখা প্রতিনিধিঃ আজ ১৪ এপ্রিল সারাদেশের ন্যায় মাগুরা জেলার শালিখা উপজেলায় পহেলা বৈশাখ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছেন। উপজেলা প্রশাসন সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল, আড়পাড়া ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, সহ বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
সুবির কুমার
শালিখা শাখা,বাংলাদেশ দর্পণ