যশোর : আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় কেশবপুর উপজেলার আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয় এর সভাপতিত্বে জাতীয় সংসদের ৯০ যশোর-৬ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদা মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। 

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি ড.খ মহিদ উদ্দিন বিপিএম (বার) মহোদয় এবং যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম সহ  যশোর জেলার ডিজিএফআই, বিজিবি, আনসার, র‌্যাব, এনএসআই ও নির্বাচন অফিসের ঊর্ধতন কর্মকতাগণ।

উক্ত সভায় আগামী ১৪ই জুলাই অনুষ্ঠিতব্য যশোর-৬ শূন্য আসনের উপ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম