শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন সম্প্রতি মন্দির চত্বরের অভ্যন্তরে প্লাস্টিকের পণ্য ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।

মন্দির প্রশাসন প্রাঙ্গণের ভিতরে থুতু ফেলার শাস্তি পাঁচগুণ বাড়িয়ে পাঁচশ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ভক্তদের পাতায় প্রসাদ সরবরাহ করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ মন্দির চত্বরের অভ্যন্তরে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে। গত বছর, প্রশাসন মন্দির চত্বরের ভেতরে পান এবং গুটখা খাওয়া নিষিদ্ধ করে। পরিচ্ছন্নতা উদ্যোগের এই ধারাবাহিকতায় এবার এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও পড়ুন: মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে করোনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা