নেত্রকোনা: বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ও সনাতন সমাজ বাংলাদেশের যৌথ উদ্যোগে বার্ষিক শান্তি উৎসব ও সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজারস্থ শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে এই উৎসব ও সভা অনুষ্ঠিত হয়।

সনাতন সমাজ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী বাবু নিরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্ত।

পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজ দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চন্দ্র চক্রবর্তী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন একই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরমোহন দাস।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার। এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের গণযোগাযোগ সম্পাদক নেপাল বণিক, হিন্দু সমাজ সংস্কার সমিতির নেত্রকোনা জেলা সভাপতি বাবু সুবীর সরকার, একই সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রণব বিশ্বাস, অধ্যাপক হরলাল সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফেসবুক গ্রুপ 'সনাতনী ৯৫' ব্যাচের অনিমেষ পাল, সুমন চন্দ্র দত্ত, সখীন চন্দ্র বর্মন, টুটুল ভট্টাচার্য, লিটন চন্দ্র পাল লিটু, কানাই চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ব শান্তি কল্পে সর্বজনীন বিশ্ব শান্তি প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের দফতর সম্পাদক শ্রী লিটন দত্ত।


নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ