আজ রাম নবমী। সনাতন ধর্মের অন্যতম প্রাণপুরুষ শ্রীরামচন্দ্রের জন্মতিথি। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম রক্ষার্থে ভগবান শ্রীবিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হন। ত্রেতা যুগে ভগবান শ্রীবিষ্ণু রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন।

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘর আলো করে জন্ম নেন পুরুষোত্তম ভগবান শ্রীরাম। শ্রীরামের এই জন্মতিথিকে রাম নবমী উৎসব হিসাবে পালন করা হয়। ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করে থাকেন।

এই তিথিতে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপবাস থেকে শ্রীরামের পূজা করেন। এছাড়া রামায়ণ পাঠ, কীর্তন, নামজপ ইত্যাদিও করা হয়। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন মন্দিরে রাম নবমী উপলক্ষে পূজার আয়োজন করা হয়। দেশের অন্যতম ধর্মীয়-সামাজিক ছাত্র সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানও বিশেষভাবে শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করে থাকে।

বিশ্বজিৎ মজুমদার, নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ