পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া মহামারী "করোনা" প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ মানছে না যশোরবাসী। সকাল থেকে জনমানুষ ভীড় জমাচ্ছেন বাজারে। মানছেন  না সামাজিক দূরত্বের নিয়মনীতি। এসব কারণে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি।

রবিবার (৫ এপ্রিল) সকালে যশোর শহরের বড় বাজার এলাকায় মাছ বাজার, তরকারি পট্টি ও মুদি দোকানগুলোতে পর্যাপ্ত ভিড় দেখা যায়। বিভিন্ন আড়তগুলোও ছিল খোলা। যদিও নির্দেশনা অনুযায়ী বেলা ১টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে, তবুও অতিরিক্ত ভিড়ের কারণে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এছাড়াও মনিহার, চৌরাস্তা ও দড়াটানা এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। শহরের লোকজনকে ইজিবাইক, রিক্সাসহ অন্যান্য গণ পরিবহনে স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। চৌরাস্তা এলাকায় যান চলাচল বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়। শহরের অভ্যন্তরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়াও খোলা ছিল অন্যান্য কিছু দোকান।

যশোরের শহর ছাড়াও মফস্বল ও গ্রামেও মানা হচ্ছে না সচেতনতার নিয়ম কানুন। এখনই সচেতন না হলে করোনা ঝুঁকির মুখে পড়তে পারে সর্বস্তরের মানুষ।

বিশ্বজিৎ মজুমদার/নিজস্ব প্রতিবেদক/বাংলাদেশ দর্পণ