যশোর: কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে যশোর জেলাকে লকডাউন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা শুরু হওয়াতে যশোর ও পাশ্ববর্তী জেলার করোনা নমুনা পরীক্ষা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত যশোর করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২৯ জন।

যশোর জেলাতে সংক্রমণ রোধ করার জন্য জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক শফিউল আরিফ। এসময় জরুরি সেবা ছাড়া উপজেলা সমূহের মধ্যেও যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

জেলা প্রশাসক জানান, যশোর জেলা সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, কৃষি সংক্রান্ত বিষয়াদি যেমন সার, বীজ, কীটনাশকের দোকান, ফুয়েল স্টেশন প্রভৃতি লকডাউনের আওতামুক্ত থাকবে।

বিএম/আরকে