বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সৌম্য সরকার তার নিজ এলাকার মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। তিনি নিজ এলাকা সাতক্ষীরার কাটিয়া মাঠপাড়া এলাকায় ঈদ উপহার সমগ্রী বিতরণ করেন।
করোনা মহামারীতে দীর্ঘদিন যাবৎ দেশের খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন অবস্থায় রয়েছে। এই দুঃসময়ে দুবেলা দুমুঠো খাবারই যেখানে পাওয়া দুষ্কর সেখানে ঈদের আনন্দ তাদের কাছে আমাবশ্যার চাঁদের মত। কিন্তু এই অসহায় মানুষগুলোর ঈদের আনন্দ মলিন হতে দেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার।
সুপার সাইক্লোন আম্পানের মধ্যেও নিজেই বেরিয়ে পড়েছেন ঈদের উপহার সামগ্রী নিয়ে অসহায় মানুষের দোরগোড়ায়। খুশির ঈদে যেন কারো আনন্দ মলিন না তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ক্রীড়া ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম