চট্টগ্রাম : করোনা সংক্রমন ঠেকাতে প্রায় দুইমাস বন্ধ রাখার পরই চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির আওয়াতাধীন ১৩ টি সড়কের বাস চলাচল পুনরায় চালু হয়েছে। সোমবার সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জীবানুনাশক ছিটানোর মাধ্যমে এ বাস সার্ভিসটি চালু করা হয়। এসময় বাস সার্ভিস উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী বলেন, সরকারি নির্দেশনা মেনেই ১৩ টি সড়কে বাস সার্ভিস চলাচল নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে প্রতিটি গণপরিবহনে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজের ব্যবস্থাসহ, বাস পরিচালনা সহকারীদেরও মাস্ক, গ্লাভস পরিধানের জন্য বলা হয়েছে।


এছাড়াও গণপরিবহন চলাচল উপলক্ষে একটি সংক্ষিপ্ত পথসভাও করা হয়েছে বলে জানা যায়। উক্ত পথসভায় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা সংক্রমন থেকে বাঁচতে হলে সচেতনতার উপর গুরুত্ব দিতে হবে। সরকার গণপরিবহন স্বল্প পরিসরে চালু করেছে একমাত্র কর্মজীবন সচল করার লক্ষ্যে। তাই নিজেকে নিরাপদ রাখাটাই জরুরী।


এদিকে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাউজান হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ, রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ আলী চৌধুরী, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমানসহ  মনিরুল ইসলাম চৌধুরী, কাজী মো. জামাল, মো. হারুন, মো. হাসান কোম্পানী।


এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-রাঙামাটি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, কানু নাথ, ফজলুল হক সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।


এরপরই জলিলনগর বাসস্ট্যান্ড ঘুরেই ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী উঠানো, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন এবং ভাড়া ৬০ শতাংশ নেয়ার বিষয়টি সবাই তদারকি করেন।

জনি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম