শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ চাকরিতে ১৪ তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে ২৪ জুন (মঙ্গলবার) সকাল ৮ টায় শুরু হয়।
 শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নুতন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের করেন, স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১০টায় সমাপ্তি ঘোষণা করেন,   অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে চাকুরীতে বৈষম্যের শিকার তারা।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা ; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে পুনঃনির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ।

হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, শালিখা উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, স্বাস্থ্য সহকারী  তারক বিশ্বাস, তৌফিক হোসেন, তমা রানী, তানিয়া খাতুন, জামাল হোসেন প্রমূখ। 

মাগুরা জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমাদের গ্রেড দিয়েছে নন-টেকনিক্যাল। এতে আমরা চরম বৈষম্যের শিকার। অন্য বিভাগে আমাদের সমান গ্রেডে যারা চাকরি করতো তারা আমাদের টপকে অনেক উপরে উঠে গেছে। আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই।

শালিখা উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ বিল্লাল হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা স্বাস্থ্য সহকারীরা সীমিত সুযোগ-সুবিধা ও জনবল নিয়ে প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে চলেছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

সুবির কুমার,
শালিখা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ