বরিশাল: সরকার ঘোষিত সারাদেশে চলমান শাটডাউনে শহরাঞ্চলে বিধিনিষেধ মানা হলেও বন্ধ নেই গ্রাম্য চায়ের দোকানের আড্ডা। পুকুরপাড় অথবা নিজ বাড়িতে অসাধু চা দোকানিরা খুলে বসেছে রমরমা ব্যবসা। দলে দলেযুবক, বৃদ্ধ জড় হচ্ছে সেখানে। যে যার মতো চা,পান,বিড়ি খাচ্ছে। তাস কিংবা লুডো খেলছে। সতর্কতার ছিটেফোঁটাও সেখানে নেই। কেউ সতর্ক করতে গেলে উল্টো তাকেই রোষের মুখে পড়তে হচ্ছে।


আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের বর্তমান পরিস্থিতি এটি। বিভিন্ন এলাকা থেকে জনসমাগম বেড়ে যাওয়ায় স্থানীয়রা আছেন শঙ্কায়। স্বাস্থ্যবিধি না মানায় যেকোন সময় বাড়তে করোনা সংক্রমণ।


পার্শ্ববর্তী করিমবাজার নামক স্থানে সম্প্রতি করোনা রোগী শনাক্ত হওয়ায় আশঙ্কা আরো বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের দাবি, অনতিবিলম্বে প্রশাসনকে এসব চায়ের দোকান বন্ধ করে গণজমায়েত ঠেকাতে হবে। অন্যথায় সরকারের পরিকল্পনা ব্যর্থ হবে এবং জনগণে জীবনও ঝুঁকির সম্মুখীন হবে।

 

প্রণয় বাড়ৈ, আগৈলঝাড়া | বাংলাদেশ দর্পণ