কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে হাওর উপজেলা অষ্টগ্রামের পূর্বদিকে অবস্থিত শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়া অন্যতম। জানা যায়, ১৫৮০ খ্রীষ্টাব্দে এই প্রাচীন মন্দিরটি স্থাপিত হয়েছিলো। কিন্তু কে বা কারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি। তবে মন্দিরটি এ অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীদের নিকট অত্যন্ত জনপ্রিয়।
সনাতন শাস্ত্র অনুযায়ী নৃসিংহদেব বা নরসিংহদেব শ্রীবিষ্ণুর চতুর্থ অবতার। পাপাচারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বিনাশ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছিলেন নৃসিংহদেব। হিন্দু ধর্মগ্রন্থসমূহের বহু স্থানে তার উল্লেখ পাওয়া যায়।
প্রায় চারশত বছরের প্রাচীন এই মন্দিরটি কিশোরগঞ্জের অন্যতম ধর্মস্থান হিসেবে স্বমহিমায় বিরাজমান। কিন্তু, মন্দিরটি এতো প্রাচীন হওয়া সত্ত্বেও তেমন কোন সাহায্য সহযোগিতা না পাওয়ায় ঐতিহাসিক এ স্থানটির উন্নতি ব্যহত হচ্ছে। সকলের সহযোগিতা ও সরকারের সুদৃষ্টি পেলে এই মন্দিরটি এ অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থানে রূপ নিতে পারে।
অর্জুন কর্মকার, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম