কিশোরগঞ্জ : স্বাস্থ্যবিধি মেনে রবিবার (১৪ জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে 'বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১' নামে কর্মশালা অনুষ্ঠিত হয়। বাাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে উক্ত কর্মশালায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ও উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় নারী উদ্যোক্তাদের বাণিজ্যে নির্বিঘ্ন অংশগ্রহণ, সমন্বয় ও দক্ষতাবৃদ্ধিমূলক সহায়তা মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি জোর দেয়া হয়। বিশেষভাবে ব্যবসায় বাণিজ্যে 'ট্রেড পোর্টাল' এর মাধ্যমে নারীদের অংশগ্রহণের বিষয়টি কর্মশালায় জোরারোপ করা হয়। 

 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন জেলা প্রশাসক জনাব মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জনাব মজিবুর রহমান বেলাল।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রপ্তানি-১ অধিশাখা) প্রজেক্ট ডিরেক্টর জনাব জিনাত আরা এবং সহ-সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জনাব ফাতেমা জোহরা আক্তার। এছাড়া কর্মশালায় নবীন উদ্যোক্তাগণও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়-বাণিজ্যে নারীদের সহায়তা, ক্ষমতায়ন ও দক্ষতাবৃদ্ধির ব্যাপারে আলোকপাত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিসি জনাব মো. ফজলে রাব্বি।

অর্জুন কর্মকার, নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম