যশোর : "যশোরের যশ, খেজুরের রস"। তবে কালের পরিক্রমায় যশোরের এই ঐতিহ্য হারাতে বসছে। কিন্তু জেলার এই ঐতিহ্য রক্ষা করতে এগিয়ে এসেছে আনন্দ সরকার নামের এক যুবক।

যশোরের এই ঐতিহ্য রক্ষার চিন্তা থেকে ২০১৯ সালে তিনি ১০১৩ খেজুর বীজ সংগ্রহ করে রোপন করেন। সাম্প্রতি লক ডাউনের কারনে বাসায় থেকে তিনি আবার খেজুর বীজ রোপনে মনোনিবেশ করেন। তিনি জানান এব্যাপারে তাকে সর্বাত্বক সহায়কা করছেন তার ভাই সদানন্দ সরকার ও ভাইপো সজল সরকার। এছাড়াও স্থানীয় শুভানুধ্যায়ীগণ তাকে বীজ সংগ্রহে সহায়তা করছেন। সকলের সহযোগিতায় আনন্দ সরকার ৫০ হাজার বীজ সংগ্রহ করে রোপন শুরু করেছে।

খেজুরের বীজ রোপনের উদ্বোধন করেন শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু। তিনি এধরনের উদ্যোগকে স্বাগত জানান। উদ্যোগ গ্রহনকারী আনন্দ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুজন সরকার, সদানন্দ সরকার, হরিদাস বিশ্বাস, সজল সরকার, উৎপল সরকার সহ আরো অনেকে।

বিশ্বজিৎ মজুমদার, নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম