হীরা অনেক মূল্যবান একটি পাথর। হীরা কেনা সবার সাধ্যে হয় না। কারণ এটি খুব ব্যয়বহুল।  কিন্তু ভেবে দেখুন তো এমনই হীরের গয়না কিনার পর যদি সেটা আপনার পোষা কুকুর খেয়ে নেয় তাহলে আপনার মনের অবস্থা ঠিক কি হবে?ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পুনেতে।

জানা গিয়েছে, একজন হীরা ব্যবসায়ীর দুটি হীরা তারই পোষা কুকুর খেয়ে ফেলে।হীরা দুটির দাম প্রায় দেড় লাখ টাকা। ঘটনাটি দেখে সেই হীরা ব্যবসায়ী অবাক হলেন এবং সঙ্গে সঙ্গে কুকুরটিকে হাসপাতালে নিয়ে গেলেন।


হাসপাতালে কুকুরটির অপারেশন করা হয় এবং হীরাদুটি বের করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো এটা যে অপারেশন করতে গিয়ে চিকিত্সকরা কুকুরের পেট থেকে কেবল দুটি হীরা নয়, একটি সূঁচ, কোটের দুটি বোতাম, রাবারের মত কিছু জিনিসও বের করেন।

কুকুরটির অপরেশন হওয়ার পর তার মালিক তাকে বাড়ি নিয়ে গেছেন। এছাড়াও মালিক জানান,কুকুরটি সমস্ত জিনিস কোটের বোতাম, সুই, হীরে এগুলি পুরো গিলে ফেলে। এখন অর অপরেশন করা হয়েছে। সব জিনিস বার করা হয়েছে। বর্তমানে কুকুরটি সুস্থ আছে।