যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ৮ জুলাই বুধবার ৮০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান  ড. শিরিন নিগার এতথ্য নিশ্চিত করেছেন।

আজ ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের, বাগেরহাটের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও সাতক্ষীরার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। 

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা পজিটিভ এবং ১৫১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম