করোনাভাইরাস মহামারির মধ্যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আরো শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে। গোয়েন্দাদের নজর এড়ানোর জন্য তারা অনলাইনে সদস্য বাড়ানোর চেষ্টা করছে এবং কীভাবে কাজ অব্যাহত রাখবে সেই কৌশল শেখাচ্ছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো এক বৈঠকে এই তথ্য জানিয়েছে।

মে মাসে আইএস-এর সাথে যুক্ত ‘দ্য সাপোর্টারস সিকিউরিটি’ নামে একটি ২৪ পৃষ্ঠার সাইবার সিকিউরিটি ম্যাগাজিন প্রকাশিত হয়। যেখানে বর্ণনা করা হয় কীভাবে গোয়েন্দা সংস্থাগুলোর চোখ এড়ানো যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে কি সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও মোবাইল ও কম্পিউটার ব্যবহার করার সতর্কতাও বর্ণনা করা হয়েছে ওই নির্দেশিকায়।