দীর্ঘদিন ভালোবাসা আর আদর সোহাগ দিয়ে লালন-পালন করে তিলে তিলে বড় করে তোলা ষাঁড়টি বিক্রী করে অঝোর ধারায় কাঁদছে কলমাকান্দা উপজেলার বড়দল গ্রামের চিত্ত পালমার শিশু কন্যা চাঁদনী পালমা।
আজ কলমাকান্দায় কোরবানীর পশুর হাটে ষাঁড়টি ১ লক্ষ ৯ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু ১০ বছর বয়সী ছোট্ট শিশু চাঁদনীর অশ্রুই বলে দেয় ‘‘ভালবাসা কি?”
ছবি- কাজল তালুকদার, কলমাকান্দা, নেত্রকোনা