সমালোচিত বাংলাদেশী কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের ইউটিউব চ্যানেল "নোবেল ম্যান" ইউটিউব কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান "ওএলডি ম্যাক্সট্যান"এর রিপোর্টের জেরে চ্যানেলটি ব্যান করা হয়েছে।


চ্যানেলটি ব্যান করার বিষয় ওএলডি এক্সটান এর ফেসবুক পেজে পোস্ট করার মাধ্যমে জানানো হয়েছে।

ভারতের রিয়েলিটি শো সারেগামাপা খ্যাত বাংলাদেশী কণ্ঠশিল্পী মাইনুল আহাসান নোবেলেরর ইউটিউব চ্যানেল "নোবেলম্যান" প্রায় ১৪ লক্ষ সাবস্ক্রাইবার ছিল। সাম্প্রতি সময়ে নোবেলের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ন আচরণ ও কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য প্রদান করার অভিযোগও ছিল।

সর্বশেষ সুমন চট্টোপাধ্যায়ের লেখা একটি গান তার অনুমতি ছাড়া ইউটিউব চ্যানেলে প্রকাশ করায় নোবেলের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ ওঠে।

বিনোদন ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম