ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টানা তৃতীয়বারের মত ভারতের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন।

এ বছরের জানুয়ারী মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ভারতের শীর্ষস্থানীয় সাতজন মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি জরিপ করে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা ইন্ডিয়া টুডে। এ তালিকায় থাকা সাত জনের মধ্যে ছয়জন হলেন বিজেপি থেকে নির্বাচিত ছয়টি ভিন্ন ভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী এবং বাকি একজন হলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়া টুডের করা কারভি ইনসাইটস মুড অফ দ্য নেশন (এমওটিএন) জরিপে উঠে আসে ভারতের সেরা মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী মমতা সহ অন্য পাঁচজন মুখ্যমন্ত্রীকে হারিয়ে বরাবরের মত এবারও সেরা মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। মোট জরিপের ২৪ শতাংশ ভোট তাঁর পক্ষে।

উল্লেখ্য যোগী আদিত্যনাথের পূর্বে টানা তিনবার সেরা মুখ্যমন্ত্রী পদে স্থান পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। যিনি মোট জরিপের ১৫ শতাংশ ভোট পেয়ে এ পদে স্থান পেয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম