হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী ২০২০ উদযাপন হয়েছে।
গতকাল ১১ আগস্ট বিকাল ৫ ঘটিকায় বান্দরবান শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজা, বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী বাবুল চন্দ্র শর্মা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বান্দরবান পার্বত্য জেলার সভাপতি শ্রী লক্ষ্মীপদ দাশসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বান্দরবান জেলার ফিল্ড সুপারভাইজার শ্রী জয়ন্ত কুমার ঘোষসহ অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাকেন্দ্রসমূহের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীসহ বিভিন্নস্তরের ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও পৃথিবীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।