সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সদরের শ্রী শ্রী কালীবাড়িতে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আবদুল্লাহ্ আল মাসউদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শ্রী শ্রী কালীবাড়ির সভাপতি এড. ক্ষীতিশ দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবির, কিশোরগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ ও সাধারণ সম্পাদক পল্লব কর, শ্রী শ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায় ও কালীবাড়ির গীতা শিক্ষাকেন্দ্রের কেন্দ্রশিক্ষক বিজয় রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে লালন করে জীবনযুদ্ধে সত্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস হতে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী কালীবাড়ি গীতাশিক্ষা কেন্দ্রের কেন্দ্রশিক্ষক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলার সহকারী প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবির।
এছাড়া অনুষ্ঠানটিতে ছাত্র-যুব ঐক্য পরিষদ, সনাতন যুবশক্তি পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ ও আরতি সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্জুন কর্মকার, কিশোরগঞ্জ প্রতিনিধি