মাগুরায় ন্যাংটা বাবার আশ্রমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. শ্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন পূজা উদযাপন কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি শ্রী বাসুদেব কুন্ডু। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পূজা উদযাপন কমিটি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আক্তার হোসেন, প্রেসক্লাব মাগুরার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
এ সময় হিন্দু মুসলিম হাজার হাজার দর্শনার্থী এ অনুষ্ঠানে উপস্থিত হন।
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশদর্পণ ডটকম