হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবানের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
১৫ আগস্ট বিকাল ৫:৩০ মিনিটে বান্দরবান বালাঘাটা সার্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিষয়ে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী লক্ষ্মীপদ দাস।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী বাবুলচন্দ্র শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি শ্রী প্রিয়তোষ চৌধুরী; উপদেষ্টা, ডা. শ্রী সুকুমার তালুকদার, শ্রী নিত্যরঞ্জন দাশ; সাধারণ সম্পাদক শ্রী সুভাষ দাশ, পুরোহিত শ্রী জগদীশ চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বান্দরবান সদর উপজেলা মনিটরিং কমিটির সদস্য শ্রী অনিল কান্তি দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মশিগশি প্রকল্প বান্দরবান পার্বত্য জেলার ফিল্ড সুপারভাইজার শ্রী জয়ন্ত কুমার ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষিকা শ্রীমতি রুমা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিগশি বান্দরবান কার্যালয়ের মিন্টু ভদ্র। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও ভক্তিগীতি পরিবেশন করেন পৃথিলা নন্দী।
এর আগে সকাল ৮ ঘটিকায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবানের পক্ষ হতে শোকাবহ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।