নেত্রকোণা : নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি এলাকার একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া শিশুটিকে নিতে এ পর্যন্ত পাঁচটি আবেদন জমা পড়েছে সমাজসেবা কার্যালয়ে।

 

৯৯৯ এ কল পেয়ে মডেল থানার পুলিশের মাধ্যমে উদ্ধারের পর গত সাতদিন ধরে শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

 

এদিকে, অজ্ঞাত নবজাতককে (কন্যা শিশু) নিতে নিঃসন্তান দম্পতিরা সদর উপজেলার মাধ্যমে সমাজ সেবা বরাবর আবেদন করে গেলেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, ফেলে রাখা শিশুটিকে প্রতিনিয়ত পরম মমতায় সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালের নার্সরা।

 

উল্লেখ্য, গত ৯ আগস্ট রবিবার দুপুরে জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা পুরান বাজারের পশ্চিম পাশে রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তির কলা বাগানে শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে অজ্ঞাতনামা শিশুটিকে উদ্ধার করে।

 

তখন থেকেই উদ্ধারকৃত নবজাতকটি (শিশু কন্যা) বর্তমানে আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে।

 

হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স তাহমিনা আক্তার জানান, শিশুটিকে তারা সকল শিশুর মতোই যত্ন নিচ্ছেন।

 

বরং ফুটফুটে এমন একটি শিশুকে বাড়তি যত্ন নিচ্ছেন।

 

সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু কল্যাণ আইনেই শিশুটিকে হস্তান্তর করা হবে। যারা কন্ডিশন পূরণ করবেন তাদের হাতেই দেয়া হবে। তবে শিশুটিকে নিতে তদবির আসছে প্রচুর।   তারপরও আমরা নিয়ম অনুযায়ীই উপযুক্ত অভিভাবক মনে হলে অর্থাৎ শিশুর ভরণ পোষণসহ যাবতীয় দায়িত্ব আইন অনুযায়ী দলিল পত্র যিনি করে দেবেন তার হাতেই দেয়া হবে।