গত ৩১ আগস্ট টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের শ্যামল হালদারের ছেলে শ্রাবন হালদারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।

সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক একত্রিত হয়ে স্থানীয় কোকাদাইর মসজিদের ইমাম বেলাল হোসেনের নেতৃত্বে শ্রাবন হালদারের বাড়িতে মানববন্ধনের নামে তাণ্ডব চালায়।

শ্রাবন হালদার ঢাকার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। দুর্বৃত্তদের দাবি শ্রাবণ হালদার মেসেঞ্জার চ্যাট গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এরপরই ঘটে এই  ভয়াবহ এবং জঘণ্যতম ঘটনা। কোনো প্রমাণ ছাড়াই হুজুকের বশীভূত হয়ে তছ্নছ্ করে দেয় শ্রাবণ হালদারের বাড়ি। 

দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্বৃত্তপনার ঘটনাটি ঘটার সময় স্থানীয় থানা পুলিশ সেখানে নির্বাক দর্শক হয়ে উপস্থিত ছিলো। উপস্থিত থাকা সত্যেও তারা কোনো পদক্ষেপ নেননি। এছাড়াও এই ভয়ংকর ঘটনা ডিবিসি নিউজ বাদে অন্য কোনো মিডিয়ায় আসে নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।