একটি সন্তান মা-বাবা দুজনের গুণ নিয়ে জন্ময়। সন্তান মা-বাবা দুজনের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে। তবে সন্তানের উপর মায়ের বুদ্ধির প্রভাব, আচরণ ও ব্যক্তিত্বের প্রভাব বেশি পরে। কারণ, সন্তানেরা বেশিরভাগ সময় তাঁর মায়ের সাথে কাটায়।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, সন্তানের মেধা বা বুদ্ধিমত্তা আসে মার থেকে । মায়ের জিনের উপর নির্ভর করে সন্তানের বুদ্ধিমত্তা। যুক্তরাষ্ট্রে ১-২২ বছর বয়সের ১২ হাজার মানুষের ওপর পরীক্ষা করে একটি সমীক্ষা তৈরি করা হয়। সেখানে গবেষকরা জানান, সন্তানের বুদ্ধিমত্তা আসে মার থেকে।
তবে শিশুর আইকিউ বাবা-মা দু’জনের থেকেই তার কাছে আছে। মানুষের এক্স ক্রোমজমের ওপরেই নির্ভর করছে যে কতটা বুদ্ধি তৈরি হবে।