ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

১১ সেপ্টেম্বর সুরেশ অঙ্গাদীর শরীরে করোনা শনাক্ত হলে চিকিৎসার জন্য তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। কিন্তু ভর্তির সময়ও তার তেমন কোনো উপসর্গ ছিল না। হাসপাতালে ভর্তির পর গত কয়েকদিন ধরে তাঁর শরীরের অবনতি ঘটে। অবশেষে তিতি ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায় মারা যান। 

প্রথমবারের মতো তিনি ২০০৪ সালে কর্নাটক রাজ্যের বেলাগাভি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালেও পরপর তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন সুরেশ অঙ্গাদী। শেষবার গত বছরের মে মাসে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সুরেশ।