তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরে লামাবায়েকে দু পর্ক্ষের সংঘর্ষে ২ জন নিহত। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে এই সংঘর্ষ ঘটে। এতে নিহত দুই জন হলো লামাবায়েক গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান(২২) সিরাজুল ইসলামের ছিলে মনির হোসেন (২৬)।
পলিশ জানান, বিয়েতে দাওয়াত না দেওয়া এবং শুঁটকির টাকা পাওনা নিয়ে ব্যাপারি বাড়ি এবং মিয়া বাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মিয়া বাড়ির ছেলে আলী আজমের সাথে ব্যাপারি বাড়ির দুলালের কথা কাটাকাটি হলে আজম দুলালকে চড় মারে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সেই সময় দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয় ব্যাপারি বাড়ির ইশান। পরে আহত অবস্থায় হাসপাতারে মারা যান ব্যাপারি বাড়িরই মনির।
পুলিশ সুপার আনিসুর জানান, বর্তমানে সব স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।