করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সারা দেশের মত যশোর জেলাতেও কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবসায়ী ও সেবাদান প্রতিষ্ঠানকে মাস্ক পরিহিত ব্যক্তি ব্যাতিত সেবা প্রদান করতে নিষেধ করা হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের আহবানে সাড়া দিয়ে যশোরের সকল ব্যবসায়ী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে সকাল ১২টায় বিভিন্ন ব্যক্তিবর্গ মাস্ক ছাড়া সেবা প্রদান করা হবে না মর্মে ১০ মিনিট গণ অবস্থান করে।

ধারনা করা হচ্ছে আসন্ন শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। যে কারনে সরকার সারাদেশ ব্যপী সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে। উল্লেখ্য গত ১০ নভেম্বর মাস্ক না পরার দায়ে ৯১ টি মামলায় প্রায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসন যশোর।


যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম