যশোরের মুড়লি মোড় রেলক্রসিংএ ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে যশোর-খুলনা অঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস মুড়লি রেলক্রসিংএ পৌছালে একটি কয়লাবাহী ট্রাকের ( ঢাকা মেট্রো ট ১৬-৭৩৭৬) সাথে সংঘর্ষ হয়। ট্রাকের চালক ও হেলপার দুইজনই মৃত্যুবরন করেছে।
স্থানীয়দের দাবি রেলক্রসিং এর গেটম্যানের গাফিলতির কারনে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ক্রসিংএর গেট আটকানো ছিলো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীগন।