গতকাল ৪মে বৃহস্পতিবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মশিগশি) প্রকল্পের উদ্যোগে গীতা শিক্ষা কেন্দ্রে শ্রী শ্রী গীতা দান উৎসব করা হয়েছে।
বেজপাড়া পূজা সমিতি মন্দির গীতা শিক্ষা কেন্দ্রে গীতা দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি শ্রী ফণী ভূষণ পাল, সহ-সভাপতি শ্রী অচিন্ত ধর, মন্দিরের পুরোহিত শ্রী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, মাতাজী আরতী চক্রবর্তী।
অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেন সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রত্যেক শিশুকে সৎ ও সুন্দরভাবে জীবনযাপন করতে উৎসাহিত করবে।
বেজপাড়া পূজা সমিতি মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষক শ্রী সত্যজিৎ মজুমদার এর সঞ্চালনায় স্বল্প পরিসরে গীতা শিক্ষা কেন্দ্রের কোমলমতি বিদ্যার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদ্ গীতা গ্রন্থ প্রদান করা হয়।
বিশ্বজিৎ মজুমদার | যশোর প্রতিনিধি