মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নানা প্রচারনা সত্ত্বেও লকডাউন দিওলেও মানছে না মানুষ।
আজ সোমবার (১৯ এপ্রিল) পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে  দেখা যায় জমজমাট জনসমগমপূর্ন বাজার।


করোনার সর্বোচ্চ ঝুঁকির কঠোর লকডাউনের মধ্যেও বসেছে বাজার।সরকার কঠোর লকডাউন দিলেও মানছে এই পানপট্টি ইউনিয়নের জনগন।


সামাজিক দূরত্ব তো একদমই মানা হচ্ছে না ।বাজারগুলো স্বাভাবিক সময়ের মতোই বেশ জমজমাট ।শরীর ঘেঁষে  ভির করে কেনাকাটা করা হচ্ছে। জটলা হচ্ছে।এসময় সুরক্ষা সরন্ঞ্জাম ব্যাবহার করতেও দেখা যাচ্ছে না বেশিরভাগ মানুষকে। বিশেষ করে ক্রেতারা মাস্ক ব্যাবহার করলেও বাজারের বিক্রেতাদের মধ্যে এ প্রবনতা একেবারেই কম দেখা যাচ্ছে।

 

সু্ব্রত কুমার শীল | গলাচিপা উপজেলা প্রতিনিধি