বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

এই লকডাউনে পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী ও বিজিবি। বন্ধ থাকবে সব ধরনের সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, দোকানপাট ও সকলপ্রকার যন্ত্রচালিত যানবাহন। 

অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ এই সময়ে বাড়ির বাইরে বের হতে পারবেন না। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে, চিকিৎসা সেবার জন্য, মৃতদেহ সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে বের হওয়া যাবে। 

লকডাউনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

বন্ধ থাকবে সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। 

জনসমাবেশ হয় এমন সব সামাজিক অনুষ্ঠানও বন্ধ। যেমন বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। 

এ সময়ে শিল্প কারখানাসমূহ স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। বন্দরসমূহ ও সংশ্লিষ্ট অফিস চালু থাকবে। পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ড ভ্যান/কার্গো ভেসেল চলবে। 

বিশেষ প্রতিনিধি, বাংলাদেশদর্পণ.কম