সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে চলমান লকডাউন আজ(৪জুন) চতুর্থদিনে সৈয়দপুর উপজেল প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে ৬টি মামলায় ৬ জনকে দন্ডিত করা হয়। জরিমানা করা হয় ৯,৯০০ টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রমিজ আলম। কঠোর লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা, প্রয়োজন ছাড়া অযথা ঘোরাফেরা এবং মুখে মাস্ক না থাকায় এসকল মামলা করা হয়। 

এনিয়ে গত চারদিনে সৈয়দপুরে ৯২,৫০০ টাকা জরিমানা করা হয়। বিনাশ্রম কারাদণ্ড প্রদান হয়েছে সর্বোমোট ২০ জনকে।

এছাড়া, সৈয়দপুরে আজ নতুন করে কোনো পজিটিভ রোগী শনাক্ত হয়নি। পূর্বের রিপোর্টসহ সৈয়দপুর উপজেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩২৯ জন,যাদের মধ্যে জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫৬ জন এবং মৃত্যু ১৪ জন। অদ্য চিকিৎসাধীন ৫৭ জন।

উত্তম কুন্ডু, উপজেলা প্রতিনিধি | বাংলাদেশ দর্পণ