খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের মল্লিকপাড়ায় সাম্প্রদায়িক হামলা ও সারাদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করেছে অনেক সংগঠন।
এর পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ের দাবীতে কেন্দ্রিয় কমিটির সিন্ধান্ত মোতাবেক সাড়া দেশের ন্যায় বাংলাদেশ হিন্দু পরিষদ দিনাজপুর শাখা ও উপজেলা শাখার সমন্বয়ে দিনাজপুর সদর উপজেলার সিডিসির কার্যালয় কৃষাণবাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ দিনাজপুর জেলা আহব্বায়ক যাদব চন্দ্র রায়,সদস্য সচিব উত্তম কুমার রায়,যুগ্ম আহব্বায়ক এ্যডঃ সজল চন্দ্র রায়,মিঠুন মজুমদার,সদর উপজেলার আহব্বায়ক ডঃ সমর কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার আহব্বায়ক মৃনাল কান্তি রায়,ষষ্ঠী রায়,ফুলবাড়ি উপজেলা আহব্বায়ক আকাশ চন্দ্র,সদস্য সচিব অন্তর কুমার রায়,চিনিরবন্দর উপজেলার যুব পরিষদের আহব্বায়ক তম্ময় খানসামা যুব পরিষদেরর বিপ্লব কুমার রায়,দিপক কুমার রায প্রমুখ।।
প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ