পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদার সাথে স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রবিবার(১৫ই আগষ্ট) সকাল ৮ ঘটিকায়, উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস,এম,শাহজাদা এমপি বঙ্গুবন্ধুর রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে , ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, শোক র্যালি ও কার্যালয়ের চত্ত্বরে বঙ্গুবন্ধুর ম্যুরালে এমপি এসএম শাহজাদা পুষ্পস্তবক করেন। এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতিঃ সন্তোষ কুমার দে, সাধারন সম্পাদকঃ গোলাম মোস্তফা টিটু,সহ -সভাপতিঃ হাজী মুহাম্মদ মুজিবুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যানঃ শাহিন শাহ, পৌর মেয়রঃ আহসানুল হত তুহিন সহ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।
আলোচনা শেষে ১৫ ই আগষ্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় উপজেলার সকল মসজিদে দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করা হয়।