কংকালের গোস্ত
দীপঙ্কর শুভ
জয়নাল আবেদীন বুক ভরে নিঃশ্বাস নিতে চায়
চায় বহুদিন আগে গুম হওয়া পিতার শোক ভুলে,
অগ্রহায়ণের আকাশে উড়ে যাওয়া বকের ছায়া মাখা
লাল বোরো ধানের ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে।
জয়নাল আবেদীন ফিরিয়ে দিতে চায়
তার ভাগের মাথাপিছু আয়ের ২২০০ ডলার
এমনকি গড় আয়ু সত্তর বৎসর ,
খণ্ডবিখণ্ড পৃথিবীর মানচিত্র আর
আগুনে পুড়ে মরা শ্রমিক সহোদরের
ঝলসানো লাশের দামের ২৫ হাজার টাকা।
জয়নাল আবেদীন চায়
নৃশংস ভাবে খুন হওয়া নদীগুলোর বুক
আবারও পোয়াতি মায়ের স্তনের মতো দুধে ভরে উঠুক;
নদী হত্যার দায় নিয়ে মানুষ
বিদ্যুৎতের তারে বাদুড়ের মতো আজন্মকাল ঝুলে থাকুক
বুজুক নিঃশ্বাসের ছাড়া কংকালের গায়ে গোস্তো থাকে না।