নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
রবিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বড়ি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছেন, জয়নাল আবেদীন তারা মিয়ার ছেলে তানভীর আহমেদ রুবেল (২৫) এবং মৃত কুরবান আলীর ছেলে মর্তুজ আলী (৬৫)। তারা উভয়েই উপজেলার মোহনপুর সরকার বাড়ির বাসিন্দা ছিলেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর আহমেদ রুবেল মর্তুজ আলীকে নিয়ে মোহনগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি যাচ্ছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ