নেত্রকোনাঃ রাত পোহালেই নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত সম্মেলন কে ঘিরে উজ্জীবিত জেলার আওয়ামী রাজনীতি। ইতিমধ্যে জেলা শহরের বিভিন্ন সড়কে তোরন ও ব্যানারের মাধ্যমে প্রার্থীতা জানান দিচ্ছেন অনেক নেতাকর্মী।
তিন বছর মেয়াদী এই কমিটিতে স্থান পেতে চলছে জোর লবিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা।
তবে এসবের বাইরে জেলার তৃণমূলের কর্মী বান্ধব নেতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মারুফ হাসান খান অভ্র। নিজে থেকে প্রার্থীতা জানান না দেয়ায় তৃণমূলের কর্মী ও অনুসারীদের তোপের মুখে রয়েছেন তিনি। তাকে সাধারণ সম্পাদক পদে পেতে ব্যাপক প্রচার প্রচারনা ও উৎসাহের কমতি নেই সাধারণ কর্মী ও অনুসারীদের।
স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ও পছন্দের এই নেতাকে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ দিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি তাদের।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় শিক্ষামন্ত্রী ড.দিপুমণি'র উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ